আমন্ত্রণ...........

জামাল উদ্দিন জীবন

একটা পৃথিবী রচনা করব আমন্ত্রণ তোমার

তুমি ছড়াবে স্বপ্নের ডালপালা

আমি নীল প্রজাপতি।

সারা দিন মান ছুয়ে যাব তোমায়

তোমার উষ্ণতা তোমারই স্পর্শ

আমার ক্লান্তি মুছে আমাকেই করে তুলবে

তোমার পৃথিবী।

পৃথিবী নামক গ্রহে একাই আমি

তুমি সাথী হয়ে এলে দিতে দেখা

শত রঙে রঙ্গীন করে তুলবে জীবন

ভুলে যাব অতীতের দুঃখ যন্ত্রণা ব্যথা ।

ফুলে ফুলে ভরে যাবে স্বপ্নের বাগান

তুমি বাগানের মালি প্রেমের হরষে

নিপুন হাতের যত্নে গড়বে মিতালী

প্রেমের মুরালি বাজাবো আনন্দে সখি।

শুনবে মোর জীবনের গীতময় কাব্য

প্রাণ প্রিয় তোমা হতে যাবো না দুরে

দুজনে সুজনে গড়বো জগতে সুখের ভুবন

এক দেহ এক আত্মায় মিশে রবো সর্বক্ষণ।

ফিরে এসো মোহনায় কাব্য গ্রন্থ হতে : প্রকাশ কাল ২০২০ অমর একুশে গ্রন্থ মেলা ঢাকা বাংলাদেশ।