আমি কিসে হই সোনার মানুষ
জামাল  উদ্দিন জীবন  

মানব কুলে জন্ম নিলেই
সবাই হয় কিরে মানুষ ২য়
মানুষ তুমি হতে চাইলে
লাগে জ্ঞান বুদ্ধি বিবেক হুশ ২য়

আমি কিসে হই সোনার মানুষ
মানব জনমা বৃথা রইলি বেহুঁশ ২য়

আসিয়া ধরা ধামে চিনলে না
তোর নিজের রুপটা কেমন ২য়
সৃষ্টির সেরা হয়ে আচাররণ
কেন হয় অবুঝ পশুর মতন ২য়

রুপ নেহারি তোমার বদন
আহা দেখতে বড় চমৎকার ২য়
অহংকার গর্ব করছ বারে বার
মুদিলে দুটি নয়ন সবি অন্ধকার ২য়

মানব জনমে করিনি সাধন ভোজন
সারা জীবন চলে নিজে ইচ্ছা মতন ২য়
সোনার পাখি ফাঁকি দিয়েছে গগনে
আয়না মহল পড়ে আছে শূন্য ভুবনে ২য়

সোনার দেহ ঘরের করলি নারে যতন
অকালে হারালে অমূল্য মানিক রতন ‍২য়
কবি জীবন বলে লইলি নারে তার খবর
কোন কর্মকার বানাইল মানব দেহের ঘর ২য়
রচনা কাল : ২৫/০৮/২০২৪