আমার অন্তরে হয়েছে অনন্ত ব্যাধি
জামাল উদ্দিন জীবন
আমার অন্তরে হয়েছে অনন্ত ব্যাধি
ঔষধ খাইলে কি গো অসুখ সারে ২য়
বন্ধু আমি এত ভালো বাসলাম যারে
সে জন থাকে আজ অন্যের বাসরে ২য়
আমার স্বপ্ন আসা সবই মরে গেছে রে
এ বুক ভেজা দু নয়নের নোনা জলে ২য়
বান্ধব আজ একলা কাটাই বিরহ নিশি
প্রাণ বন্ধু নাই মোর পাশে স্বয়ন শিউরে ২য়
আমায় মনে হইলে আইস নদীর পারে
স্মৃতিগুলো উঠবে ভেসে হৃদয় বন্দরে ২য়
মন দিয়া তার মন পাইলাম নাগো সই
যন্ত্রণার অনল বুকেতে কার কাছে কই ২য়
পাষাণ মন কঠিন হিয়া আগে বুঝি নাই
জানলে পরে জীবনটা করতাম না ছাই ২য়
ভুবন মাঝে মনের মানুষ কোথায় পাই
প্রেম অনলে পুড়ে মরি পাবার আশায় ২য়
রচনা কাল : ০৩/০৬/২০২৪