আমার কাছে আসতে হলে
জামাল উদ্দিন জীবন
আমার কাছে আসতে হলে
সইতে হয় লাঞ্ছনা অপমান ২য়
সাথী রে থাক তুমি মহা সুখে
পাইবে নাগো প্রেমের বদনাম ২য়
বন্ধুরে পরাণে মিশাইয়া পরান
কত আয়োজনে করেছি গান ২য়
আমায় সুরে সুরে কাছে পেতে
সখি তোমার ছিল নানা আহ্বান ২য়
দু নয়নে জেনেছি আমার আলো
জীবন যৌবন দিয়ে বেসেছি ভালো ২য়
কলঙ্গের মালা আমার গলায় দিলে
তোমার এটাই ছিল প্রেমের প্রতিদান ২য়
প্রিয়তম আমার যদি হয়ে যায় মরণ
ভুল করেও এক বার করো না স্মরণ ২য়
দেখবে হিয়ার মাঝে করছি বস বাস
জীবন বলে মিটলো না প্রেমের পিয়াস ২য়
রচনা কাল রাত ১২ ঘটিকা ১৭/০৫/২০২৩