আমার দেশের বাংলা ভাষা
জামাল উদ্দিন জীবন
আমার দেশের বাংলা ভাষা
হাজার মনেরই ভালোবাসা
এই ভাষাতেই জীবন মরন
বেঁচে থাকার আকুল আসা।
ভাই হারানো রাঙা প্রভাত
রক্তে আঁকা বর্ণ মালার কথা
এই মায়ের মুখের মধুর বলি
জীবন গেলেও যাব না ভুলি।
দেখ ভাইয়ের শোকে বোন কাঁদে
কাঁদে মায়ের অবুঝ মন ওরে
মাতৃ ভাষার মান রাখিতে দিলে
বাঁচা আমার নিজের আপন প্রাণ।
সারা বেলা খেলা করে বর্ণ মালানিয়ে
বিশ্ব মাঝে বহে আজ রক্তের জোয়ার
বাংলা ভাষা হলো সারা বিশ্বে সমাদৃত
বিশ্ব বাসি কথা বলে ভাষায় অবিরত।
রচনাকাল : ২১।০২।২০২২