আমার চর্ম চোখে দেখি নাই রুপটি কেমন
জামাল উদ্দিন জীবন
আমার চর্ম চোখে দেখি নাই রুপটি কেমন
অবয়ব ঘোরে ফিরে খুঁজে মরি সারাটি জনম ।
মায়া ডুরে বন্দি সকাল বেলা হলো অবসান
আমি আঁখি মেলে দেখি সামনে রয় কাল সমন।
রূপ নেহারি খুঁজে মরি দিয়ে এই মানব জনম
কে দেখেছ রূপের কিরণ বল দেখতে কেমন ।
মায়া ঘেরা ছায়া ঢাকা এক সুন্দর রঙের পুতুল
না চিনিয়া অমূল্য ধন হারালাম জীবনের সকল ।
দয়াল আমার সাই নিরঞ্জন নিজ গুনে দিও দর্শন
জীবনের এই নিবেদন সেবিব দয়ালের রাঙা চরণ।
ও অগতির গতি মুর্শিদ চান আমার জগতের পতি
প্রেম ভক্তি লও ভক্ত গনকে পারে লয়ে যাইয়ো।
২৪।০২।২০২৪