আজী এ-প্রভাতে ০১
জামাল উদ্দিন জীবন
ঊষার প্রথম কিরন প্রস্ফুটিত হবার ক্ষণে
শিশির ভেজা ঘাসের চাদর গায়ে দিয়ে
সহস্র কুসুম কলির মালা হাতে নিয়ে
কাক সংখচিল শালিক ময়না ফিঙ্গে টিয়া।
বউ কথা কও কোকীলের কুহু কুহু তানে
তোমার আগমন আমার ছোট্ট নীড়ে
সোনালী ফসলের হাসি আর শত
লোক লজ্জার ভয় উপেক্ষা করে।
প্রিয়তম মোর বসে ছিলে এসে পাশে
বলেছিলে কত দেখেছি কত যে শুনেছি
কত যে খুঁজেছি তোমায় করিতে আপন
তুমি সাথী হবে দাও মোরে আজি এ কথা।
রেখেছি তোমায় হিয়ার মাঝে করিয়া যতন
বেধেছি পরাণে পরান প্রিয়জন তোমার সনে
নেই কোন ভয় নেই সংশয় মনে আজ হারাবার
সুখের ভেলায় ভাসব দুজন হারিয়ে অজানায়।
একা একা দেখেছি জগৎ ঘুরিয়া
বহু দূর পথ পাড়ি দিয়া সখা একা
তোমারই মতো পাইনি আপন জন
তোমারে করিতে দান এলাম তোমার তরে ।