আইস বন্ধু আমার বাড়িতে
জামাল উদ্দিন জীবন
আইস বন্ধু আমার বাড়িতে
তোমায় দেখব দু নয়ন ভরে ২য়
খাইত দিবে পুলি দুধের সরে
মনের কথা কইব সুরে সুরে ২য়
শুনাইব গীত পরাণ আকুল করে
এই হৃদ পিঞ্জরে রাখব ধরেলো ২য়
বন্ধু তুমি আমার আমি তোমার
সাথী হলে সুন্দর এ ভুবন জুড়ে ২য়
এই হিয়ার মাঝে তোমায় রেখেছি
এক জনমে বন্ধুরে আপন জেনেছি ২য়
অনন্ত কাল থাকব তোমার প্রতীক্ষায়
জীবন বলে সুখ বাসর শুধু অপেক্ষায় ২য়
রচনা কাল : ০৫/১২/২০২৩