তুমি হাঁটবে
যতদিন এ পৃথিবীর বয়স বাড়বে
ততদিন হাঁটবে
পায়ে রক্তপাত হবে
শুকনো ছেঁড়া গলায়
খাবারের দ্বার ঠুকবে
রেখে যাবে হাজার কোটি দাগ
অর্থোপার্জনের তুমি মাধ্যম হবে
তুমি হাঁটবে।
ছবিগুলি তুমি জ্বালিয়ে দিও না
দিওনা কোন কাঙালেরেও, দিও না
ভাগ বসাবে যখন তোমার শরীরে
রক্তবিন্দু দেবে, এ-ই বলে তুমি কাঁদবে।
এনিয়েই গড়বে আস্ত পৃথিবী।
মেঘগুলিও সাজাবে দল
তুমি হাঁটবে আর কাঁদবে
ছড়াবে চাহিদার ফসল। ।