জন্ম হলো একটি দিনের
জেগে ওঠা পাখির সুরে
স্তব্ধ রোদের কাছে হার
মানায় আমার সস্তা পকেটের
ইচ্ছে গুলো।
হালকা মেঘের বিকেলে
জানালার পাশে
দাড়াও তুমি বিষন্ন
হাওয়ার শেষ প্রান্তে,
বদ্ধ দিনের ঘুমন্ত রাতের তারা
কখনো দাঁড়াও তাদের পাশে,
দেখবে গভীর রাতের বাধা গল্প
তোমার পাশে এসে দাঁড়িয়েছে
শুধু তোমার পাশে।
ফুলের গায়ে ভেজা শিশির
দেখা হয়নি কতকাল দুজনের
রুক্ষ ঠোটে একগুচ্ছ হাসি
তোমার জন্যে শুধু তোমার জন্যে।
জানি দেখা হবে, গোল পৃথিবীর
নীল কাটা দাগের সীমানায়
আবার সাজবে গোটা পৃথিবী
তোমার জন্যে শুধু মাত্র তোমার জন্যে।।