তুমি কালো ছায়া টাঙিয়েছো বিশ্বের গায়
গণকবরে শুকেছ গন্ধ
আর হেটো না আর হেটো না
পৃথিবীর গায়।

রং ছেড়া পাখি হারিয়েছে  ঠিকানা
দূরে দেখো বসন্তে এবার  মারণাস্ত্রের খেলা
দিকে দিকে আজ মৃত্যু মেলেছে করাল থাবা
লাল হীন সমুদ্রে দুলছে মৃত্যু ভেলা।।

পুড়ছে চারদিক আতঙ্ক বাতাসে ইতিহাস কলম
শানিয়ে বসেছে আজ
উত্তরসূরিরা নিচ্ছে খোঁজ
চিতার আঁচ .....