ভাঙ্গা বৃষ্টির বেহিসেবি প্রেমে
তুমি নষ্ট শ্রাবণ।
আগামী সকল নাটকে গুঁজে রাখবো
আমার ঝাপসা কলমের নিথর সংলাপ,
বছরখানেক দূরে অচলা
রাস্তা ধুয়ে দেবে এই নষ্ট শ্রাবণ।
শ্রাবণ তুমি মৃত ঝিনুকের গায়ে
নিভে যাওয়া সবুজ আলো
মাটির উপর পড়ে থাকা বিষন্ন পৃথিবীর
কত ছাপ আজ তোমার কাছে সিক্ত
তা-ই ভালো।
অজস্র কাটাকুটির মিছিলে প্রাণ
হারিয়েছে এই শ্রাবণ
কখনো ভেজো যদি এই সত্য বৃষ্টির ঝাপে
মনে রেখো এই শ্রাবণ নষ্ট শ্রাবণ