সময় সেদিনই থমকে গেছিল, যেদিন মহাকাল
ত্রিশূল হাতে তোমার দিকে দাঁড়িয়ে ছিলেন।
লক্ষস্থিরের অপেক্ষা শুধু,
অন্যায়কে সাক্ষী রেখে
কাচের বদ্ধ জানালায়
হাওয়ার হুড়োহুড়ি।
ক্রান্তিক্রিয়া সম্পন্ন হয়নি,
সমুদ্র পাড়ে, ছেঁড়া চপ্পলের দাগ।
নির্লজ্জের নগ্নতা ,ভদ্রতার খাতিরে
সাহিত্য আজ বাজারে এসে দাঁড়িয়েছে।
ফ্রেমের দুনিয়ায়
নগ্ন হচ্ছে গোটা পৃথিবী।।
দুপারের অসচ্ছলতায় পর্দার আড়াল হয়ে
জানালায় ঠুকিই দেবে।।