ঝিনুকগুলোকে যেতে দিলাম,
যাবার বেলায় এতো প্রেম বুঝি ভালো!
যেতে চাইলো না যারা; দিলাম তাড়িয়ে।
পৃথিবীর আষ্টেপৃষ্ঠে ছড়িয়ে পড়লো,
রাতের বুকে ওরা তুলে ধরলো আলোর স্ফুলিঙ্গ,
শুরু হলো এক বিপ্লবী আলোর প্রদূষণ।
যুগ যুগ থেমে রইল তারা
এরপর বয়ে যায় কতো কালবৈশাখী,
কতো মহামারী, আরো কতো বিপ্লব,
হীনতায় বাসা বাঁধে ছোঁয়াচে শৈশব।

ভাবলাম ঝিনুকেরা বুঝি ভুলেছে সবই
পুরনো শার্টের গন্ধ, মুক্তির স্বাদ,
অযথা অভিমান, কিন্তু!
বোতাম খুলে দিতেই জড়িয়ে ধরল
ঠিক আগেকার মতো,
ডানায় ডানায় কত মায়া ওদের;
তবে এবার আর তাড়িয়ে দিতে চাইলাম না
কিছুটা সময় না হয় থাক।
সবুজ আলোর ছটায় আমার স্পন্দন কেন হয় না,
তবে; আমিও কি ঝিনুক হলাম!