আমার কাছে হাজারো স্বপ্ন নীড় বাঁধে,
সে বাঁধন জীবন জুড়ে।
দেখলে ভাববে হয়তো , এরা গুটি গুটি পায়ে
আগামীর সকল পথ পাড়ি দিয়ে এসছে।
খামখেয়ালি কথার ভাঁজে অনেক অচিন হাসি
ওরা লুকিয়ে রাখে, বলতে চায় অনেক কথা
পারলে কই! বাইরে যে এত ঝড়;
আস্ত পৃথিবীকেও ওদের আঁধার ঘরের কাঙাল মনে হয়,
কে চায় পাহাড়ের বুক চিরে রক্ত খুঁজে আনতে?
তাই একদিন মানুষ সব কিছুই হারায় ।
আর যা থেকে যায় , তা শুধু--
পথিক চোখের ক্লান্তিহীন লোনাজল।