চলে যাবে সে দূরে
বলে যেতে চায় নিরন্তর ভালোবাসি,
তোমার কাছে রেখে যাবে, সকল শব্দের মরদেহ
খসে পড়া ঝিঝি পোকার ডানা... হয়তো
ধরে নিতে পারো বসন্তের পূর্ণিমা।
বায়না তার শুধু রেখে যাবে
দেশহীন এক আকাশ দুটি পাখি
শুকিয়ে যাওয়া জনশূন্য সমুদ্রের তীর
আর রেখে যাবে বিশ্বাসের চিলেকোঠায়-
নিরব আলোর ছবি।
তোমার নামে নাকি তার সকল খুচরো স্বপ্ন
তার নিঃস্ব তারার রাজ্য....সব
বিকিয়ে দেবে সে-
রাজ্য, রাজা, প্রজা, অস্ত্র-শস্ত্র, অলংকার
বুক কুড়িয়ে খাওয়া তোমার নাম
যত অন্ধ চোখে ভালোবাসার বদনাম,
সব ।
ইতি !