আমি চিৎকার করে বলতে পারতাম,
আমার গলায় লক্ষ কাটার দাগ।
আমি হতে পারতাম অমায়িক বিপ্লবী,
হতে পারতাম জীবন যুদ্ধের সন্ত্রাসী।
ইতিহাস আমারও ছিল, দীর্ঘায়ু যন্ত্রনাও ছিল,
দাহ করিনি কিছুই,চিলেকোঠার খড়কুটো।
ভয় হয়, চোখের পর্দায় কখন স্বপ্ন এসে দাঁড়ায়।
আমার আকাশ রক্ত ঝরায়
ক্ষতচিহ্নের মেঘ আস্তানা পায় শিরায়-উপশিরায়।
আমি যত্ন করি, শিবির পাতি,
ওরাই না হয় থাক, আমি চলি!