মানুষ কি অতীত ভুলে?
নাকি অতীত রং বদলায়!
অতীত কি ডাইরীর পাতা খুঁজে?
নাকি মানুষ মানুষকে হারায়!

আজ আমরা অনেকটা দূর! যতোটা দূরে থাকলে
হয়তো প্রাণ খুলে বাঁচা যায় না।
যখন তোমার অনেকটা কাছাকাছি ছিলাম,বলা যায় তোমার অনেকটাই কাছে ছিলাম আরকি,
রোজ ভাবতাম তোমার হাতটি ধরে বলে ফেলি,বলে ফেলি তোমায় অনেকটা ভালোবাসি যে ।
কিন্তু আমার আর সাহস কৎথেকে হয়! যে তোমায় বলি!

জানো! প্রত্যেক বার,
প্রত্যেকটি বার বুক ফুলিয়ে তোমার মুখোমুখি দাঁড়াবার প্রয়াসী হয়েছিলাম, কেনো জানি না, মন বারবার বাইরের কোলাহলের সাথে সন্ধি করে নিয়ে কোথায় পালিয়ে যেতো।
যেনো আগে থেকেই সে জানত -
‘এর দ্বারা কিছ্ছু  হবার জো নেই’।

আমার চোখের সব মুগ্ধতা আটকে থাকতো তোমার সেই খোলা চুলে,
কেমন করে খেলে বেড়াতো সব,
যেনো তাদের মধ্যে দ্বন্দ্ব লেগেই থাকতো,
আর তুমি আলতো স্পর্শে ঠিক করে দিতে সব,
দেখে বিরক্ত লাগতো খুব,
ভাবতাম এভাবে ছড়িয়ে থাকাটাই তো ঠিক ছিল।

তোমার  চোখে তেমন কোনো ভাষা ছিল না,
কেমন যেন এক অদ্ভুত চাহনি ছিল,
নিজেকে সবসময় লুকিয়ে রাখতাম পাছে দেখে ফেল আমায়,
আর ভাবতাম হয়তো তুমি দৌড়ে এপাশ দিয়েই যাবে। কিন্তু কই!

মাথার উপরে বিকেলের সূর্য জানান দিলো
সন্ধ্যা নেমে আসতে আর বেশি দেরি নেই ।
চারিদিকের বাতাস বুক ভার করে ফিরে যেতো,
কিছু বললে হয়তো সেও নিমেষে কিছুটা হাল্কা হতে পারতো।