রঙিন ধারালো ললাটে
ইতিহাসের চুম্বন
কার যেন ভয়ার্ত গলার চিৎকার ।
অস্পষ্ট সন্ধ্যায় কালো মেঘের নীর সাজে
ধর্মের চাদর আর অ্যাসিড,
সোচ্চার বিহীন রাজনীতির গলিতে
কত আনপড় পায়ের ছাপ।
ধর্মের অধ্যায়ে দোষ ছিল না,
আবদ্ধ মস্তিষ্কের চাপ
যুক্তিহীন কিছু মাথার আন্দোলন,
ত্রি-কাল ধবংসি স্লোগান করছে
মনুষ্যত্বের অভিক্ষিপ্তাবস্থাকে ইট চাপা ঘরে বন্দি ।
ধর্ষিতার নখে পৃথিবীর মানচিত্র
হারাচ্ছে সীমানা।
মাংসের দুর্ভিক্ষে ভরা শরীর
হাঁটছে গোটা জগতের বুক ছিড়ছে
প্রশ্ন ওঠে না রাজনীতির চার সীমায়
লুপ্তপ্রায় মাথা বিশিষ্ট মানুষ।