আমি দেখেছি,ল্যাম্পোস্টের আলো মুখ
গোমড়া করে বসে থাকতে
আমি দেখেছি, রাস্তার নুড়িগুলো অবহেলায়
প্রাণ হারাতে
সমুদ্রের নোনা জলের ঢেউ বিষন্নতার কাছে
আছড়ে পড়তে।

দেখেছি,ফুটপাতের ছেলেটি বজ্র হাতে জন্ম নিতে
সে সমাপ্তি নিয়েই দিগন্ত জুড়ায়,
আবার এও দেখেছি, স্বপ্নগুলোকে রঙ হারিয়ে
মুঠো বন্ধ করে মিছিলের পথে পথে উড়িয়ে দিতে।

আমি দেখেছি, বিষ খেয়ে মরতে না পারা প্রেমিককে
খোঁজ নেয়নি প্রেমিকা...
দেখেছি কতো কবির কবিতা  মিথ্যে হয়ে যেতে
কবিতাগুলি বাঁচতে চায়
বিদ্রোহ করে
বিদ্রোহ...বিদ্রোহ...বিদ্রোহ...

পকেটে দীর্ঘদিনের কালো
অন্ধকারের বিস্ফোরণ নিয়ে বেঁচে থাকতে,
ঘড়ির কাঁটাগুলোকে জোয়ারে ভাসিয়ে দিতে,
দেখেছি, অপেক্ষায় থাকা ছেলেটি পাথর হয়ে যেতে,
পৃথিবী ওকে ভালোবাসা শেখায় নি-
শিখিয়েছে আত্মহত্যা,
ভালবাসতে শেখো পৃথিবী
ভালোবাসা ...ভালোবাসা...আর শুধুমাত্র ভালোবাসা।