দূর্গা সেজে আয়নার কাছে
দাঁড়িয়েছি আমি বারবার,
সে অসহ্য যন্ত্রণা।
আমি দূর্গা নই কিংবা
পুরুষ চোখের নোংরা দৃষ্টির কারণও নই।
তাই বলে আমি ধর্ষিত হই
কখনো ব্রিজের নিচে
কখনো খোলা আকাশের ছাদের নিচে
আবার পুড়েও ভস্ম হই।।
এই বিশ্বাসহীন পাহাড়ের চূড়ায়
কত মুঠো বন্ধ স্বপ্নের ছিল আনাগোনা,
মুছে গেল আমার বাড়ি ফেরার পথ,
আর সকল মিথ্যে ঠিকানা।
বছর বছর প্রদীপ জ্বালা আগুনে
আমার রাঙানো আকাশে
তারারা জ্বলবে, বাঁচার অধিকার
কেড়ে নিল এই অসুর রূপি পুরুষ দল
শাস্তি পাবে কত লোক?
আমার এই জ্বালানো আগুনে
ধ্বংস হোক নিঃশব্দের কালো ছায়া।