আর একটু হেটে নি তোমার সাথে
তারায় তারায় কিছু কথা বাঁধব
দেখে নেব চাঁদ কেমন হাসে, সে
পুরনো পথ পুরনো পায়ের ছাপ
দূরে সে সাজুক কোনো বস্ত্রহীনতার
                 কারাগার।
জলের ঘর্ষণ মারিয়ে চলে
পদ্মপাতার শেষ বিন্দু ঘাম,
চূড়ান্ত সব পৃথিবীর ভালোবাসা
তবু এখানে জীবন বড় দাম।

তুমি  চারপায়ীর কোলে যত
লাল সীমানা করছ  ঘোর কিংবা পাহাড়
গুনে রক্তক্ষরণ, সব রেখে দিয়  আলোকচিত্রে, তাই
এবার বাঁচুক প্রেম দামামার অন্ধকারে।