দু-দিকে ছড়িয়ে আছে দুই কালো সাগরের ঢেউ
মাঝখানে আজ এই সময়ের ক্ষণিকের আলো
যে নারীর মতো এই পৃথিবীতে কোনোদিন কেউ
নেই আর- সে এসে মনকে নীল- রৌদ্রনীল শ্যামলে ছড়ালো
কবে যেন- আজকে হারিয়ে গেছে সব;
ভুলে গেছি পটভূমি- ভুলে গেছি কে যে সেই নারী
চারিদিকে গুঞ্জরিত হয়েছিলো কী সব গভীর পল্লব;
যখনই আমার আত্মা বৃক্ষ আর আগুনের মতো নভোচারী
হ’য়ে ওঠে- মনে হয় যেন কোনো হরিতের- নব হরিতের
সংগীতে নিশ্চিহ্ন হ’য়ে মানুষের ভাষা
এ-জন্মের- আরো দূর জন্ম-জন্মান্তের মুখোমুখি ফিরে এসে অনাদি আলোর
ভালোবাসা
সামাজিক অন্তহীন আকাশের নিচে
জ্বালিয়ে শ্যামলনীল ব্যথা হ’তে চায়।
আমি সেই মহাতরু- লাবন্যসাগর থেকে নিজে
উঠে তুমি জাগয়েছো অনাদির সূর্য নীলিমায়-
পৃথিবীর ভয়াবহ কোলাহল ভেদ ক’রে অবিনাশ স্তর
আনন্দের আলোকের অন্ধকার বিহ্বলতার
অন্তহীন হরিতের মর্মরিত লাবণ্যসাগর।