খানিকটা দুরে লাইন- রেলের কঠিন লাইন সব
অন্ধকারে রয়েছে নীরব;
এখানে ঘাসের 'পরে শুয়ে আছি কার্তিকের রাতে:
অসংখ্য আলোর বিন্দু নেভাতে- নেভাতে
আবার জ্বালায় বারে-বারে
নক্ষত্রেরা আকাশের এপারে- ওপারে।
হঠাৎ রেলের লাইন কেঁপে ওঠে : হিস হিস -
চারিদিকে রূঢ় কলরব;
এক সারি গাড়ি আলো কালো ধোঁয়া বিদ্রূপ বিপ্লব
তবুও যখন তার লাল আলো মুছলো কুয়াশায়
পৃথিবীর আদি দায় অনাদির দায়
ফুরিয়ে গেলো কি কিছু? খানিকটা লাল নীল আলো
লজেনচুষের মতো গলে-গলে ক্ষীণ শিশু মৃত্যুতে হারালো।
সূত্র : জীবনানন্দ দাশের রচনাসমগ্র
অগ্রন্থিত কবিতা/৬৪১