অজস্র বুনো হাঁস পাখা মেলে উড়ে চলেছে জ্যোৎস্নার ভিতর
কাউকে মৃত্যু ফেলে দিলো
নিচে- অন্ধকারের অচল অভ্যাসের ভিতর।
রূপসী প্রথম প্রেমের আস্বাদ পেতে যাচ্ছিলো :
শোনো- গলার ভিতরে তার মৃত্যুর গোঙরানি;
সে নিজেও মৃত্যু যেন,
বিবেক নেই আর তার।
কবি চোখ মেলে বলেছিলো:
আমার হৃদয়ের ভিতর ইন্দ্রধনুর মতো কত বুদবুদ,
হিম মৃত্যু এসে চোখ অন্ধকার ক'রে ফেললো তার।
এইসব হঠাৎ-মৃত্যু
এইসব হঠাৎ- মৃত
আজ এই শীতের রাতের অরণ্যের কিনারে
বিক্ষুব্ধ বাঘের মতো গর্জন ক'রে উঠছে যেন।
গর্জন ক'রে উঠছে আমার হৃদয়ের অরণ্যে।
রূপ- প্রেম- খ্যাতি- সুপক্ক রৌদ্রের ভিতর
দাঁতের এনামেল ঝিকমিক ক'রে ওঠে
পবিত্র সমুদ্রের মতো-
চিরন্তন।
হায়, সোনালি বাঘ-প্রেত,
তোমাদের জন্য শুয়ারের মাংস
শুয়ারের মাংস শুধু;
মৃত্যু তোমাদের ফেলে দিয়েছে
অন্ধকারের অচল অভ্যাসের ভিতর।
🟥সূত্র: জীবনানন্দ দাশের "গ্রন্থিত-অগ্রন্থিত কবিতাসমগ্র": ৪৫৪ পৃষ্ঠা।