সমুদ্রের পথে- পথে ঘুরে ফেরে সারাদিন- তবু- তারপর-
ঘুমের সময় আসে অন্ধকারে নদীদের ঢেউয়ের ভিতর
অনেক মাছের প্রাণে; চারিদিকে চেয়ে থাকে অগণন ঘাস
ধূসর পাখির মতো থেমে থাকে নক্ষত্রের নির্লিপ্ত আকাশ;
বাঁশের বনের পিছে মশার বিন্দুর ভিড়ে জেগে ওঠে চাঁদ।
মনে হয় সমস্ত থামিয়ে দিয়ে যেন এক মায়াবীর ফাঁদ
তারপর র'য়ে গেছে; রূপ প্রেম: সবি অন্ধকার ;
সবি দীর্ঘ নিস্তব্ধতা; কঙ্কাল হবার- শূন্যে মিলিয়ে যাবার।