আন্তর্জাতিক পুরুষদিবস :- ১৯|১১|১৯
(সকলকে শ্রদ্ধা আর ভালোবাসা জানাই)
যেদিকে যত আছে আমার ভাই
জোরসে হেঁকে কইছি দাদাদের ,
শোনো যত আছো গো পুত্রসম
আজকের দিনটা কেবল তোমাদের ।
বাবা ডেকে সারা পাই না অনেকদিন
তবুও বলি শুনছো বাবা তুমি ,
অদ্য ধার্য ঘোষিত পুরুষদিবস
তোমায় আমি নতমস্তকে প্রণমি ।
পুরুষদিবসে হইয়ো না উচ্ছৃঙ্খল
তোমাদের যে দায়দায়িত্ব অনেক !!
কারোর ছেলে কারোর স্বামী তুমি -
বিলিয়ে দাও পিতৃ স্নেহ যতেক ।
ক্ষমতা তোমরা দেখিও না কোত্থাও
ভাবনা মনে পুরুষতান্ত্রিক সমাজ !!
সম্মানটা তো নিতে জানতেই হয় -
জোর গলাতে বলছি শোন আজ ।
ধ্বনিত হোক সতত জয় জয়কার
সৃষ্টিকারের আরেক অংশ তোমরা !!
পুরুষ প্রকৃতি মিলেই তো সংসার -
সুখের পৃথিবীর সৃষ্টির প্রাণভোমরা ।
ভালো থেকো সুখে থেকো সব্বাই
কেবলমাত্র আজকের দিন নয় ,
সবগুলো দিন তোমাদেরই হোক -
ধ্বনিত হোক তোমাদের শুধু জয় ॥