আকাশ আজি গোমড়ামুখো
মেঘে মেঘে ছয়লাপ ,
জমির ফসল জমিতেই শেষ
চাষীর ঘরে বিলাপ ।
দুদিন আগের অকাল বর্ষণ
করেছে হরণ হর্ষ ,
বুক চাপড়ানো সুদীর্ঘ শ্বাস
অশ্রুজলে বিমর্ষ ।
আলু পিঁয়াজ জলেরই নীচে
সরষে গেছেই ঝরে ,
হাহুতাশ করা মাথাতেই হাত
মরমে যাচ্ছে মরে ।
কত আশা নিয়ে চাষ করে ওরা
দেখবে সুখের মুখ ,
ছেলেপিলে নিয়ে সাজানো ঘরেতে
এখন শুধুই দুখ ।
হায় ভগবান একি এ বিচার
কেমনতর সাজা এ ,
পক্ক ফসলে ভরতো যে ঘর
শূণ্যতাই বিরাজিবে ।
ধার দেনা করে বহু আশা নিয়ে
পরিশ্রম যে অশেষ ,
এমন করে কি মারতে আছে গো
ধনেপ্রাণে নিঃশেষ ।
দিন সাত আগে স্বপ্ন চোখে
ঘরে তুলবে ফসল ,
অকাল বরষ ভরা বসন্তে
ঢেলে দিল তাতে জল ।
ঘরে অমানিশা আকাশে চন্দ্রমা
কেমনে দেবে সে আলো ,
ঝাপসা দুচোখ অশ্রুসজল
চারিদিক শুধু কালো ।
আবার চাষীরা করবেও চাষ
নতুন ফসল আশে ,
বছর বছর লাভ লোকসান
তাও লেগে থাকে চাষে ॥