ভাঙছে না কেউ চেয়ার টেবিল
প্রকাশ নেই কোনো হম্বি তম্বির ,
শীতকালীন অধিবেশন বসেছে
আলোচনার বিষয়বস্তু বেশ গম্ভীর ।
এবার গদি যাবে কার দখলে
লাল সবুজ গৈরিক কোন্ দল ,
পক্ষে বিপক্ষে বলছে অনেক
আছেও সেখানে বেশ কিছু নির্দল ।
কাপের পর কাপ ফুরাচ্ছে
তামাক ধূমে কফিহাউসের রূপ ,
পায়ের উপরে পা এক রেখে
মধ্যমণির কথার ফোয়ারা অরূপ।
কথায় কথায় আসছে কথা
সারদা নারদা সিবিআই তদন্ত ,
আখের গোছাতে কে কতটা ব্যস্ত
দলবদলের নেপথ্য লোভ অনন্ত ।
একটা দলের যেখানে শেষ
অন্যদলের শুরু সেখান থেকে ,
সিঁদুরে-মেঘ দেখে আশঙ্কা ঘনায়
ভরাচ্ছে পকেট ছালন চেকে ।
ক্ষমতা প্রদর্শন মাত্রা ছাড়া
বন্দুকের ডগায় বাহুর বল ,
নেতারা বিনা মন্ত্রের গুরু
মোহিনী বাক্যের সহস্র ছল ।
পাইয়ে দেবার নীতিও অনেক
ফেলো কড়ি আর মাখো তেল ,
বিচার বিবেচনা কুতো নাস্তি
ভোটের হাওয়া নয় তো হিমেল ।
এই আলোচনা চায়ের দোকানে
লঙ্কার রাবণকে বুঝেই নিও ,
জনতা নেতাদের ভাগ্য নিয়ন্ত্রক
ইভিএমে আঙুলটা দেখেই দিও ॥