শীত.... শীত শীত করে শুধুই গুঞ্জন....
কেন রে এত করিস তোরা...!!!
যদি না আসি সময় মত..
তখন তোরা তো সব আধমরা...!!
মানুষ....তা বলে কি এমন ভাবেই ...
পড়তে তোকে হতেই হবে...!!!
জানিস না কি পড়লে এমন...
সবাই কষ্টে কত রবে...!!!
শীত.... কি করি বল আসতে হবে...
ঋতুর এটা ক্রম পর্যায় ,
দুঃখের পরে সুখটি যেমন...
সুখদুঃখ মিলে থাকে সবাই ।
মানুষ....বেশ বুঝেছি ভালোই বললি...
কেন তোর এই আসা যাওয়া ,
সূর্যোচ্ছটায় পিঠ পেতে দিয়ে...
রৌদ্রে দেহ সেঁকে নেওয়া ।
শীত..... বেশ বুঝদার...মানুষ তোরা...
অল্পেই কেমন ফেলিস বুঝে ,
বুদ্ধিশ্রেষ্ঠ্য জীব এ পৃথ্বীর...
সর্ব ক্ষেত্রেই বুদ্ধি বিরাজে ।
মানুষ.... বলি শীতকাল একটা কথা...
রাখা না রাখা তোর ব্যাপার ,
আসবি যখন , সাথে আনিস...
শরীর জড়ানো ভালো রাপ্যার ।
শীত......বসতে দিলে শুতে যে চাস...!!
তোদের দেখি বড্ড দোষ...!!!
গরমে কষ্ট পাচ্ছিলি সব...!!
ফেটে পড়ছিল বিষম রোষ ।
মানুষ....ভালো কথাই মনে আনলি...
বলি শীত ওরে একটু শোন ,
এমন সময়ে না এসে তুই...
গরমে আসিস...কেমন বোন ।
শীত..... অলপ্পেয়ে , অকাল কুষ্মান্ড...
মরতে হবে-যে গ্রীষ্মে এলে...!!
গ্রীষ্মের ঐ প্রচন্ড দাবদাহ...
গতরে তোদের ফোস্কা ফেলে ।
মানুষ....আহা ভাই , এতো রাগিস কেন...
নাহয় ভুলে বলেই ফেলেছি ,
গালমন্দ বাদ রাখলি না কিছু...!!
ভালো বলেই আমি চুপ আছি ।
শীত......থাক থাক আর বলতে হবে না....
তোদের মুখের ঐ মিঠে কথা ,
তোরা থাকিস সব যে যার ধান্দায়...
বুঝিস নাকি...অন্যের ব্যথা...!!!
মানুষ....ওঃ কত বুঝদার এলেন উনি...!!
আমাকে বলেন কিনা কুকথা...!!
তোর তরেই তো কষ্টে থাকে...
মানুষরা সব বড্ড অযথা ।
শীত.....কি বলতে চাস..!!খোলসা কর...
থাকিস নাতো আর লাজে...!!
মুখে এক কথা মনেতে আরেক....
মরিস দেখি খুব স্বলাজে...!!
মানুষ... লাজটাই শুধু দেখলি রে তুই...!!
কষ্ট...!! কিছুই বুঝলি না...!!
কেমন করে দীন দরিদ্র থাকে....
দেখেও যে তুই দেখিস না...!!!
শীত.....অবুঝ কেন ভাই !! বলি কথা শোন...
কমা-বাড়া কি মোর হাতে...!!
পাহাড়ে যদি হয় তুষারপাত...
আসতে বাধ্য তোদের কাছে ।
মানুষ....পাহাড় , সমতল এক করে ভাই...
সারা বছরটা ধরেই থাক ,
গরমেও যে কষ্ট পায় সবে...
সমতা শুধু বজায় রাখ ।
শীত.....ওরে দুপেয়ে , বোকাবুদ্ধির ঢেঁকি...!!!
কান খুলে শোন ওরে নির্বোধ ,
অবাধে ধ্বংস করিস না গাছ...
উষ্ণায়ণটাকেই... তোরা রোখ ।
মানুষ...একেক জনে , একেক মনের...
কেউ বা ভীষণ স্বার্থাণ্বেষী ,
অর্থের নেশায় ছুটছে সবাই...
সুখ ভোগের সব অন্বেষী ।
শীত....জন সচেতনতা গড়ে তোল ওরে...
বিশ্ব উষ্ণায়ণে দে বাঁধা ,
ঋতুপর্যায় ঠিক থাকবে বজায়...
চোখে দেখবিনা আর ধাঁধা ।
মানুষ..বললি যখন চেষ্টা সততই....
করে যাবো দেখি নিরন্তর ,
প্রতি বছর তুই আসিস ঘুরে....
ঠিক ছয় ছটি মাস অন্তর ॥
লেখার তারিখ :- ০২|০১|১৯