কারোর 'পরে রাগ আছে কি !!
         জব্দ করতে মোটে পার নি !!
                  দিচ্ছি একটা বুদ্ধি বেজায়
                            ভাবতে থাকো , মানা কি যায়...!!

যদি নাও আমার যুক্তি
        রাগের থেকে পাবেই মুক্তি ,
                 চিন্তা ভাবনা দূর হঠবে
                           প্রেসার সুগার তফাতে ভাগবে ।

হাতে না মেরে পাতে মারা
        বুদ্ধিটা ঠিক এমন ধারা ,
                 শত্রু ভাববে করছে ভাব
                           মিচকে হেসে মিটাও রাগ ।

শ্রাবণের পরেই মাসটা ভাদর
        দাও দুটো তাল করেই আদর ,
                 ভাববে বুঝি...আহা কি ভালো !!
                           তাল দিয়ে ঘর করবো আলো ।

তারপরে তাল বাগে আনতে
        ঘেমে নাজেহাল ঘঁষতে ঘঁষতে ,
                  মুক্ত করতে যতেক ফেঁসো...
                            হাতের ব্যথায় মরুক ঘেঁষো ।

তালের ফুলুরি কিংবা লুচি...!!
         লাগবে আটা কয়েক খুচি ,
                  মিষ্টি করতে চিনি বা গুড়
                             ঝরবে লালা...জিভ সুড় সুড় ।

চালের আটা কিংবা সুজি
         আনবে বাজার খুঁজি খুঁজি ,
                   না দিয়ে কি পারবে খেতে !!
                            মজা দেখো তুমি বসে ওঁত পেতে ।

পাড়া পড়শীর উঁকি ঝুকি
          না দিয়ে শত্রু খাবে নাকি...!!
                 বাড়বে যা তা রাখবে ফ্রিজে
                          আহা হা, খাবারে তালের গন্ধ কিযে..!!

যা খাবে তাই গন্ধ তাল--
         তাল দিয়ে কর শত্রু বেতাল ,
                   হবে খানিক তেলের শ্রাদ্ধ -
                             ঘরে বসে তুমি বাজাও বাদ্য ।

আনতে বাগে কষ্ট অনেক...
         হয়তো খাবে গোটা খানেক ,
                   তালে তালেই কিস্তি মাত---
                             হাতটা মিলাও আমার সাথ ॥✍ঝুমুর