বিশ্ব জুড়ে দো-টানাতে দুলছে মানুষ
তারই মাঝে মা-উমা তোর আবাহনী ,
পঞ্জিকাটা পাইনি আমরা ছাপবে কে...!
কোথায় শ্রমিক ছাপাখানায় মরবে নাকি.!!
শাস্ত্রমতে হিসাব কষে বের করেছি
আসাযাওয়ার বাহন তোর এবার কারা ,
জ্যোতিষ যেচে পেলাম যা মাথায় হাত
আমরা কি তোর সেই সন্তান ছন্নছাড়া..!!
সপ্তমী ও দশমীটা ধরা রবি সোমে
যাতায়াতের বাহন তোর গজে হবে ,
এরকমটি হলেই যে মা ভালো হয়
চতুর্দিকে তোরই আশীষ ছড়িয়ে রবে ।
শনিমঙ্গলে যদি মা তোর আসাযাওয়া
ঘোটকে এসে ঘটাবি তুই মহাঘোর ,
শান্তির লেশ এট্টুও থাকবে-না আর--
দুঃখ কি এতোটুকুও হবে না তোর...!!
বিস্যুৎ শুক্রে গমনাগমন হলে দোলা
এটা যে মা সর্বাপেক্ষা খারাপ বাহন ,
বিপদাপদ অঘটন সব ঘটতে থাকে
কইবো কি আর সব্বোনাশের সাতকাহন ।
বুধবারটা থাকলো বাকি নৌকা হবে
আসার সময় সুখসমৃদ্ধি পূর্ণ ধারক ,
শস্য পূর্ণা বসুন্ধরা সুখেই বসত
যাওয়া যদি নৌকা হয় ক্ষতিকারক ।
আসবি এবার শুক্রবারে দোলায় চেপে
আর কতটা ক্ষয়ক্ষতি তুই দেখতে চাস ?
মঙ্গলবারে যাবি তুই ঘোটক ক'রে
সুখশান্তির রইবে না রেশ মরকে ত্রাস ।
ওমা উমা এতেই কি তুই শান্তি পাবি ?
বিশ্বব্যাপী তোর সন্তানের চোখে জল ,
পাঁজির হিসাব মিথ্যা প্রমাণ করে দে মা
ও গৌরী তোর পরীক্ষা নেয়ার এ কেমন ছল !!