ধন্য মোরা ঠাঁই পেয়ে মাগো...
তোর স্নিগ্ধ শীতল কোলে ,
পরম তৃপ্তির সুগভীর শ্বাস...
প্রতি ক্ষণে প্রতি পলে ।
ধন্য আমি মোর জন্মভূমির...
পবিত্র জল ও হাওয়ায় ,
তোকে নত মস্তকে মাগো...
সদা সশ্রদ্ধ প্রণতি জানাই ।
কোথায় পেতেম নিশ্চিত ঠাঁই...
সেতো জানা নাই মোর ,
মাগো আমরা নই অভাজন....
পরমশান্তির কোল তোর ।
জন্মভূমির ধূলো-মাটির কোলে...
আজন্ম মোদের বেড়ে ওঠা ,
তোকে যারা অবজ্ঞা করে...
জানবি তাদের অপার ধৃষ্টতা ।
কত সন্তান অবমাননা করে...
মায়ের নিঃস্বার্থ স্নেহ অবদান ,
কত সন্তান করে বেইমানি...
ধূলায় মেশায় দেশের মান ।
হতভাগ্য তাদের কে মানি...
যারা দেয়না যোগ্য সম্মান ,
তাদের জন্য নত হয় মাথা...
দ্বি মাতৃকার যথার্থ মান ।
বইছে যত লাল শোণিতধারা...
শিরা ধমনীর মধ্যে দিয়ে ,
মাতৃগর্ভে না পেলে আশ্রয়....
এসব পেতাম কোথায় গিয়ে...!!
দেশমাতার পূত পবিত্র বাতাসে...
আমার প্রথম জন্ম-ক্রন্দন ,
মা-এর সাথে নাড়ীর সংযোগ...
সদা সর্বদা আনত আনন ।
মাতৃদুগ্ধে দেহে কোষ বিন্যাস...
মাতৃবক্ষে পাওয়া ক্যাঙ্গারু-কেয়ার ,
সর্বাপেক্ষা নিশ্চিত আশ্রয় কোল...
কার্পন্য নেই , সবটা দেওয়ার ।
এদেশের জল এদেশের বায়ু...
জন্ম দায়িনীর আশীষ পরম ,
দুই মাতা-প্রতি সশ্রদ্ধ প্রণাম...
ঋণশোধের কথা মূর্খতা চরম ॥
৪|১|১৯