#স্যারোগেটেড #মাদার
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
ঝুমুর বিশ্বাস তাং ১২|৫|১৯
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
গুমড়ে কাঁদে আমার অন্তর...
অপরের তরে গর্ভধারণ ,
মাতৃত্বের সমস্ত অনুভূতি
প্রতি মাসে আনে পরিবর্তন...
গর্ভে অন্যের ভ্রূণধারণ ।
চারমাস যে অসীম কষ্ট...
মেনে নেওয়া সমস্ত মেনেই
প্রথম এই চারটি মাসেই ,
দৈহিক বিকাশে মনুষ্যরূপ...
পরিপূর্ণ দেবশিশুর তনুরূপ ।
তার নড়াচড়া অনুভূত স্পর্শে...
শিহরণ সদা অনুভবি ,
বিষম মাতৃত্বের অনুভবে
ক্রমে ক্রমে নড়াচড়া বারে....
অতন্দ্র প্রহরা তার তরে ।
রোমাঞ্চিত অপার আনন্দে...
প্রাণ বাজি রাখা অন্যের তরে ,
বিবেকের তাড়নায় গর্ভধারণ
অর্থাভাবে অর্থের বিনিময়ে...
মানবিকতার তাগিদে ।
মোর প্রতি যত্ন দেখার মতন...
জঠরে অন্যের সন্তান প্রতিপালন ,
যার প্রতিটি মুভমেন্ট অনুভবে
সেই সন্তান কতদিন আর মোর রবে...
চিন্তাক্লিষ্টা স্বীয় চিন্তার ভাবে ।
ক্ষণ সমাগত ৯ মাস ৭দিন পরে...
প্রসবে স্বাভাবিক জন্মদান
অথবা অস্ত্রোপ্রচার করে ,
তারপরে হায়...সে কোথায়...
মুখটিও দেখতে না পাই ।
নবজাতকের অধিকার...
তার আসল পিতামাতার
আমার স্তন ভারী হয় দুধে ,
থাকলে কাছে নিতেম তুলে...
পরম মমত্বে খাওয়াতেম নিয়ে কোলে।
তবে আমি কে.. !!
শারীরিক কষ্ট আর ক্ষত
বয়ে বেড়াই দিনরাত্রি সতত ,
গর্ভধারণ কোন অধিকারে...
অনুভবে আর শরীরে ।
সন্তানের প্রতি নেই অধিকার...
ভাড়াটে গর্ভধারিনী মাতৃত্ব ,
ততক্ষণ আমার প্রতি মমত্ব
যতক্ষণ থাকি গর্ভধারীনি ...
স্যারোগেটেড মাদার মানি ।
খুব ইচ্ছা জাগে মনের মাঝে...
যদি একবারটি দেখতে পেতাম ,
দুহাত বাড়িয়ে জড়িয়ে ধরে
হাত বুলাতেম মাথার উপরে...
দিতেম চুমু কচি গালে 'পরে।
আলতো হাতে হাত বুলাতেম...
সোহাগ যত আছে মনে
কচি হাতটি রেখে চেপে ,
আমার গালে খুব আদরে...
অশ্রুবারি ঝরে অঝোরে ॥