কবিতাকে ভালোবেসে....
যে বীজ পুঁতেছিলাম হৃদয়ের কোণে
কবে কবে অঙ্কুরিত আপন খেয়ালে ,
করি তার দেখভাল একান্তে যতনে
শিকড়ে গাঁথুনী তার হিয়ার দেয়ালে ।
আপনছন্দে চারা আপনি বেড়ে চলে
চুপকথা রূপকথা স্বপ্ন রাশি রাশি ,
মায়ার বাঁধনে বেঁধে কত কথা বলে
কখনো নীরব থেকেও ভাষা প্রকাশী ।
টলটল আঁখিজল দুচোখের পাতে
ফুলে ফলে মণ্ডিত ব্যাকুল অভিপ্রাস ,
অভিমানে পূর্ণ সে অলীক অভিপ্রাতে
মধুপের গুঞ্জরণে ব্যর্থ পরিহাস ।
কলমের চলনে ভরে জীর্ণখাতার পাতা
ছোটো চারা মহীরুহ ঝরা পাতাদিনে ,
মনপ্রাণ সঁপে দিয়ে হয়েছি সমর্পিতা
ক্রমশ মৃত্যুর মুখে ভালোবাসা বিনে ॥