#সমান #মান
**********
পথের কাঁটা দূর হোক দেখি---
বিদায় হোক সামনের থেকে ,
সব্বোকাজে ব্যাগরা পাওয়া...
শিখন্ডী এক সামনে রেখে ।
মনের ভাবনা এরকমটাই---
দেখতে চায় না মোটেই তাকে ,
উদয় অস্ত কাজেই বিফল...
আসতে যেতে কেবলই কাটে ।
বিড়াল যেমন কাটে রাস্তা---
উল্টো "ব" কপালে অঙ্কন ,
তেমনই যাকে দেখতে নারি...
অনামুখোতে করা বিভূষণ ।
এমন ক্ষেত্রে একটা কথা---
মনমাঝারে শুধু ঘোরে ফেরে ,
নিজের দোষে কম্মে ব্যাঘাত...
অন্যকে কেন দোষারোপ করে...!!!
এমন যারা ভাবে তারা ঠিক---
সুবিধার লোক নয়কো যে সে ,
নিজের দোষে কর্মে অসফল...
অযথা কেবল অন্যকে দুষে ।
ভগবানের সৃষ্টি সবাই---
উপরয়ালার অশেষ দান ,
মুখদর্শনে "অযাত্রা" ভূষণ...
মোটেই তা নয়..."সমান মান" ॥
■■ ১১|৪|১৯■■