ঝুল ধরেছে শব্দঘরের চিলেকোঠায়
ধুলোর পরত পেন-খাতা আর টেবিলটাতে ,
ধূসরতায় মলিন মনের শ্বেত ক্যানভাস
ইচ্ছা করে যাই ভেসে যাই উজান স্রোতে ।
বিশের বিষ কণ্ঠে ধারণ বিশ্বভূবন
আকাশ বাতাস মাটি সব ঘোর বিষাক্ত ,
গরল ঝরে কথার পিঠে কথার তালে
বোঝাতে চায় কথার চাষে নিরাসক্ত ।
ক্ষরা বন্যা মহামারী সঙ্গে ঝড়
পকেট গরম সুযোগসন্ধানীর এই ফাঁকে ,
লোকদেখানী কর্মকাণ্ডের জাঁকজমক
ফিরে দেখা চলার পথের আঁধার বাঁকে ।
বিশ্বত্রাস রোগের কামড় কূর্ম সমান
করোনাস্ত্রে লক্ষ লক্ষ প্রাণের নিধন ,
চেনা মানুষ হয় অচেনা বিশের ফাঁসে
অর্থনীতির পতনে হারায় গরীবে ধন ।
দিগন্ত ব্যপী এক হাহাকার কাজ কোথায় !
প্রথম থেকেই বিশের ছোবল কর্মনাশা ,
প্রতিচ্ছবি আজও ভাসে মানুষ মুখে
সবার কাছে বিশটা ছিল সর্বনাশা ।
সমাগত একুশ দুয়ারে ঘণ্টা নাড়ে
ঈশ্বরের আশীষ ঝরুক এই বর্ষে ,
সুখ সমৃদ্ধি সুস্থতা থাক ঘরে ঘরে
সকলের একুশ কাটুক মহা হর্ষে ॥