বিশ্ব সচেতনতা দিবস...
ওয়ার্ল্ড এইডস ডে ,
সক্কলেই তো জানে...
ফার্স্ট ডিসেম্বর টুডে ।
সাবধানতা নেওয়া চায়ই...
সুরক্ষিত সঙ্গমে ,
বিপদ আছে অনেক বেশী...
ডিপ কিসিং এ ।
রক্ত যদি দিতে লাগে...
সময় বিশেষে কোন ক্ষেত্রে ,
সুপরীক্ষিত ব্লাড ইউনিট...
হতে হবেই সর্বক্ষেত্রে ।
রক্ত বা রক্ত সম্বন্ধীয়...
যে কোন ফ্লুইড নিলে ,
মানতে হবে একই নিয়ম...
লেখা থাকে লেবেলে ।
ইনজেকশনের সিরিঞ্জ হবে...
ইউজ অ্যান্ড থ্রো ,
কোনভাবেই এইডস যেন...
শরীরে না করে গ্রো ।
কাজে অকাজে যতই যাওয়া...
হোক না তা বাইরে ,
সংযত জীবন যাপন করা...
নিজ পরিবারের তরে ।
স্বামী-স্ত্রী উভয়কেই...
হতে হবে বিশ্বাসী ,
বিশ্বস্ত যৌনসঙ্গী অবশ্যই...
বিশ্বস্ততায় আশ্বাসী ।
যদি হয় ডেঙ্গু ম্যালেরিয়া
হাই বিপি অথবা ব্লাডসুগার
চিকিৎসাতেই নিরাময়
কি বলি অধিক আর ।
চর্মরোগ যদি হয় আমাদের...
ভীষণ কি ভয় পাই...!!
মানুষ তো ঠিকই বাঁচে...
আক্রান্ত হয়েও ডাইরিয়াই..!!
এইচ আই ভি পজিটিভ...
অথবা এইডস যদি হয় ,
আক্রান্ত হওয়া মানেই...
জীবনটা মোটে শেষ নয় ।
প্রতিমাসে ICTC তে ...
অবশ্য অবশ্যই যেতে হবে ,
এইডস এর মোকাবিলায়...
রক্তটা পরীক্ষা করাবে ।
লজ্জাশরম ত্যাগ করো...
কেন ভয়ে বুক দুরুদুরু..!!
আর্লি ডিটেকশন হলে পরেই...
চিকিৎসাও হয় শুরু ।
দীর্ঘদিন বেঁচে থাকতে হলে...
দরকার চিকিৎসার ,
সুখে থাকা ভালো থাকা...
নিয়ে নিজের পরিবার ॥