প্রাণভিক্ষা চাই সর্বদা তোমাদের কাছে
তোমরা বোঝো না কেউ আমাদের ব্যথা ,
কষ্টযন্ত্রণার অভিব্যক্তি বোবাকান্নায় ঢাকা
সভ্যতার পাকচক্রে বিস্মৃত সৃজনগাথা ।
আদিমযুগ হতে উন্নয়নের ধারক বাহক
যুগান্তরের কতই না স্মৃতি যেন রূপকথা ,
মহাবিপর্যয়ের গল্প জীবাস্মে লেখা থাকে
অব্যক্ত যন্ত্রণা আমাদের সবই চুপকথা ।
পিতৃত্ব মাতৃত্বের ভাব একাধারে রাখি
ফলফুল আর ছায়াদানে অভিন্ন হৃদয় ,
সুশীতল বসনাঞ্চলে স্নেহমমত্ব মাখামাখি
হাঁসফাঁস কাতর প্রাণে পরমস্বস্তি উদয় ।
উন্নয়নের ফাঁসে ফেঁসে জ্বলছি পুড়ছি
বেঁচে থাকার রসদটা ক্রম বিলুপ্তপ্রায় ,
এখন বুঝছো না কেউ অভিশপ্ত প্রাণ
সবুজ বিনা অস্তিত্বহীন দূষণ অন্তরায় ।
মিনতি করি করজোড়ে অদৃশ্যহাত জুড়ে
বনবীথিকা ব্যতীত ধরিত্রী বাসযোগ্য নয় ,
বৃক্ষরোপন করো উৎসবের ভাব নিয়ে
সবুজ বনানী দেবে নিশ্চিত বরাভয় ।
জলবায়ু নির্দ্ধারিত আমাদের বাঁচামরাতে
সৃষ্টির আদিতত্ত্ব লেখা বিজ্ঞানে ইতিহাসে ,
বৃক্ষবিনা নিষ্প্রাণ সৌরজগতের সব গ্রহ
গাছের করুণাতে কেবল পৃথিবীটাই হাসে ॥