পুরোন স্মৃতি----
কেন ঘুরেফিরে
আসে এ মনে !!

চোখের পাতা হয় ভারী
তাদের রোমন্থনে ,

কত দীর্ঘপথ হেঁটেছি
তোমার হাতটি ধরে...

হ্যাঁগো ,সেদিনের কথা-
তোমারও কি মনে পরে !!