ভালোবাসার বহুভাগ বিরহ রাগ অনুরাগ
এরা ছাড়া প্রেম রসহীন ,
সময়ে সময়ে যাপন কাজে ঠিক রত আপন
হিতাহিত বাহ্যজ্ঞানহীন ।
এরই বশে হয় কাল বিরহাতুর অন্তর্জাল
দুনয়নে অশ্রুধারা নামে ,
জীবনটাই মূল্যহীন এমন ভাবনাতে লীন
এজীবন আসবেনা কামে ।
কেঁদে কেঁদে হওয়া সারা চিন্তা দিগ্বিদিক হারা
রাধা রাধা ভাবখানা মনে ,
চারিদিকই মহাশূণ্য অতীত অঙ্ক পাপপুণ্য
এমনটা কেন মোর সনে ।
সব যেন কোথা হাওয়া সোহাগ আদর পাওয়া
বেড়ে গেল জীবনের বোধ ,
অভিমানের অশ্রুনীর ছাপায় দুচোখের তীর
চুমায় চুমায় তার শোধ ।
বন্ধন বিবাহের ডোরে জাগরণী নিশীথ ভোরে
কুসুম সুবাস ভরা রাত ,
ফিসফিসে কত কথন শ্রবণ নূপুর নিক্কন
ভালোলাগা রাখা হাতে হাত ।
বিষন্নমনে ছাড়ে শ্বাস প্রেমের গভীরতা আশ
বিরহে বিরাজ যবে মন ,
বিরহের বেহাগ রাগে অভিমান হিয়াতে জাগে
প্রেমরস থাক অনুক্ষণ ॥