প্রতিবাদের ভাষার এ কেমনতর পরিহাস
প্রফাইল কালো করলে কিবা আসে যায় ,
দুরাচারির স্বভাবের কখনো হবে কি বদল !
তার চেয়ে বরং শিক্ষিত হোক অসীম ক্ষমতায় ।
ও মেয়ে তোরা না হয় অসুর দলনীই হবি
প্রতিশোধটা নিতে শেখ নিজের অপমানের ,
ভয় কি তোর মনটা যদি গড়ে নিস যথাযথ
বুঝিয়ে দিবি কতটা মূল্য আপন আপন মানের ।
মা দুর্গার দশহাতেও তো অস্ত্র দেখিস তোরা
বিপুল বিক্রম অসুরটাও তাঁরই পায়ের তলায় ,
তোকে নিয়ে ছিনিমিনি-খেলার ইচ্ছা যারা পোষে
পারবি দেখিস পড়াতে ফাঁস তাদের সবার গলায় ।
ভুলে যা তোর মেয়েবেলার মেয়েলি খেলাগুলো
বন্ধ কর তোর পুতুল নিয়ে খেলার যতেক আশ ,
তার চেয়ে বরং শিখতে থাক জুডো আর ক্যারাটে
পরাক্রমী শক্তি সঞ্চয়ে নিবি স্বস্তির শ্বাস ।
পারবি ঠিক গুঁড়িয়ে দিতে পিশাচের হাত পা
চলার সময়ে তোর চলনে দাপুটে ভাবটা রাখ ,
তোর শরীরটা ছোঁবার আগে ভাবতে যেন পারে
আগুন নিয়ে খেলা করার নেশাটা বন্ধ থাক ।
একদিনে সারবে না এ সমাজের কঠিন রোগ
দিনে দিনে বদল হবে শয়তানের হাবভাব ,
দৃষ্টান্ত মূলক শাস্তি হিসাবে উপমা তৈরী কর
টিভি কাগজে ছড়িয়ে পড়বে তোর কাজের প্রভাব ॥