ঐ সুদূরে পথের বাঁকে
উদাস মন যায় ধেয়ে ,
যাবি নাকি আমার সাথে
শুনতে পাচ্ছিস ও মেয়ে ।
যাবি যদি আয়রে চলে
সকল বাধা ছিন্ন করে ,
বাঁধিস না আর নিজেকে
স্বর্ণরজ্জুর আক্রাডোরে ।
ঐ সুদূরে পথের বাঁকে
আকাশ মাটির খুনসুটি ,
সেখানেতে বাঁধবো ঘর
ধরার সুখ নেবো লুটি ।
আঁধার হোথায় গেছে কেটে
রাঙা পূবের আকাশ ,
যাবি নাকি ও মেয়ে
সেথা পাবি খোলা বাতাস ।
ঐ সুদূরে পথের বাঁকে
দেখতে পাবি জলছবি ,
ভাবনা কত আসবে হিয়ায়
ভাবটা ঠিক কবি কবি ।
দুহাত দিয়ে বর্ণ ধরে
লিখবো বসে মনের পাতায় ,
সৃষ্টি হবে হাজার অক্ষর
থাকবে লেখা সাদা খাতায় ।
ঐ সুদূরে পথের বাঁকে
আকাশ মাটির কানাকানি ,
ও মেয়ে চল না ছুটে
দিচ্ছে আমায় হাতছানি ।
নিরুদ্দেশে দেবো পারি
ছিন্ন করে পিছন টান ,
থাকুক পরে সব কিছু
হাঁফটা ছেড়ে বাঁচুক প্রাণ ॥
~●○●~