নীল সায়রে সাঁঝের বেলা
মেঘের ঢেউ , অবাক দৃষ্টি ,
অসংখ্য মেঘ মনে লাগায়
ভাঙছে কূলে । রঙীন দোলা ।
শ্রাবণ সাঁঝে মেঘের পরতে
আকাশ পটে , মেঘ সাজানো ,
বিস্ময়ে দেখা বারিষ ভরতি
মনকষ্ট ভুলে । জলদ রাশি ।
ভাবনা শুধুই রাধার মতই
রঙের মাধুরী , আবেশ মনে ,
বরষা অম্বর রাখাল রাজা
রঙীন কেন !! নীলচে বেশী ।
বাদল মেঘের এমন ভাবেই
রঙটা কালো , কলম চলে ,
এখন দেখায় কবির পেনে
নীলচে যেন !! কালি আঁচড় ।
সফেদ ফেনা মনের সুধা
মেঘ সাগরে , বিলিয়ে দিই ,
মেঘের ঢেউয়ে ভর্তি আমার
করছে খেলা । কোল কোঁচড় ॥