তিমিরঘন আঁধার রাতে রাতজাগা ডাকে ঐ
রাত প্রহরীর বাজলো বাঁশি কো-জাগরী হৈ ,
নিস্তব্ধতা খান খান করে নিশীথের বুক চিরে
প্রতিধ্বনির নিয়ম মেনে শব্দরা আসে ফিরে ।
অপেক্ষাতে থাকে এ মন কেমন সে আওয়াজ
ফিসফিস করা কানকথা নাকি হুহুঙ্কারে বাজ !
নিরবিচ্ছিন্নতায় ডেকে চলে সাঁঝের ঝিঁঝিঁপোকা
ডানা ঝাপটাই পেয়ারা গাছে বাদুড়টা বড়ো একা ।
দূরে কোথাও ডাকছে শেয়াল হুক্কাহুয়া রব
দিগন্তভেদী কাতর কান্না কুকুরগুলোর সব ,
ঝমঝম করে বৃষ্টি নামে মুখর আঁধার রাতি
ক্লান্ত শরীর শয্যা চায় স্বপ্ন জীবন সাথী ।
হঠাৎ সব স্তব্ধ হ'ল প্রলম্বিত নিস্তব্ধতা
তারি মাঝখানে কানে যেন বাজে নৈঃশব্দের বারতা,
শ্রবণেন্দ্রিয় অতি সক্রিয় শুনবে রাতকথা---
সজাগ ইন্দ্রিয় অনুভব করে প্রগাঢ় চুপকথা ॥