বর্ষায় জলভরা ক্ষেতে ধানের রোপন
শরতের মেঘরাশি জমিতে সবুজ মন ,
অপরূপ মোহজালে মাদকতা কচি ধানে
হেমন্তের সোনালী পরশ নবান্নের ঘ্রাণে ।
ভোরের শিশির ভারে নোয়ানো ধানশিস
প্রথম উষার আলো জ্বালে যে আশীষ ,
কিষাণরা মাতোয়ারা কাস্তেতে দেয় ধার
ওরে চল মাঠে চল...সময় ধান কাটবার ।
খামারটা বাগিয়ে নেই গোবরে নিকিয়ে
শুকোলেই ধান-আঁটি আনবে বাঁকে নিয়ে ,
পালা করে সাজিয়ে রাখে সোনার ফসল
গোলাভরা আমন বছরের সঞ্চয় আসল ।
সাজানো বাগানো হলে স্বর্ণকাঞ্চন ধন
নবান্নের নয়াতণ্ডুলের ঘ্রাণে মাতোয়ারা মন ,
খেজুর গুড়ের সুবাস গোবিন্দভোগের পায়েস
চাষীগৃহে উৎসবের ঢল ঘনঘোর আয়েস ।
হৈমন্তীর আকুল অপেক্ষা আনন্দের ধারা
চাষীর মন নবান্নকে ঘিরে...পাগলপারা ,
সুখে থাকার সন্দেশ সন্তানদের ঘিরে
চিরানন্দ বিরাজ করুক খুশবার্তা মীড়ে ॥