বিছিয়ে রেখেছে স্নেহের আঁচল
দেশমাতৃকা তার কোলে ,
এসো দেশের সোনার কুমার
মা কি ছেলে ভোলে !!
বিবেকানন্দের আদর্শ বুকে
উৎস্বর্গ মনে প্রাণে ,
বুঝিয়ে দিলে জগৎ সভায়
দেশ প্রীতির মানে ।
আজাদ হিন্দ বাহিনী সৃষ্টি
পরাধীনতার বিরুদ্ধে ,
হে মৃত্যুঞ্জয়ী নেতাজী সুভাষ
নেতৃত্ব দিলে যুদ্ধে ।
ব্রিটিশ শাসন ভয়ে কম্পিত
বীরবিক্রম সংগ্রামে ,
সঁপে দিলে নিজের ভাগ্য
ভারত মাতার নামে ।
বাড়িয়ে দিলে দেশের মান
অখিল ভূবন মাঝে ,
তুমি পরাক্রমী পুরুষসিংহ
বন্দিত সকাল সাঁঝে ।
স্বাধীনচেতা বীরসন্তান তুমি
গাহি তোমার জয়গান ,
একশ পঁচিশতম জন্মদিনে
জানাই সশ্রদ্ধ সম্মান ॥
**""জয়তু নেতাজী""**