চাঁদের রূপালী আলোর ব্যাপ্তি চরাচরে
স্বপ্নরা উঁকি মারে দু'চোখের পরে ,
মায়াবিনী রাত কয় কতো চুপকথা
কবিরা কাব্য লেখেন নিয়ে মনব্যথা ।
এমনই এক নিশীথরাতে মায়াময় আলো
দিগন্তের একোণ ওকোণ স্বপ্ন বিছালো ,
কাছে ডেকে শোনালো আবেগী প্রেমগাথা
সহস্র আরব্য রজনীর যেন উপকথা ।
মেঘসায়রে ভাসিয়েছিল তার পানসীখানি
জোনাকীরা মাঝিমল্লার স্নিগ্ধ জোছন পানি ,
রাতজাগা পাখিটা জানান দিয়ে গেলো
মনের পিয়াস মিটাতে ত্বরিতে সে এলো ।
স্বপ্ন আবেশ ঘেরা ঘুমপরীদের দেশে
কবির সাধভেলাও পারি জমায় শেষে ,
আবেগী মনটাও সাথে দিল পারি
চুপকথা বলে গেলো করবে না আড়ি ।
কথা দিলো...আসবে আবার রুপোলীরাতে
সারারাত থাকবে সাথে ফিরবে প্রভাতে ,
সহস্র আরব্য প্রেম রচিত হবে পুনরায়
ভাবনার সুখ আবেশে প্রত্যুষ অন্তরায় ॥