মরণের ওই পাড়ে                কেন শুধু মন কাড়ে
            কি জানি কি সুখ আছে সেখানে ,
জীবনের শেষ দিনে             সেই পথ নিয়ে চিনে
            সত্যিটা কি সহজে কাছে টানে ।
হয়তো অনেক কথা             না বলা কতই ব্যাথা
            জল হয়ে দুচোখে পড়ে ঝরে ,
জিভটা জড়িয়ে আসে         চেয়ে দেখে চারপাশে
            স্মৃতি কতই আসে ভিড় করে ।
শৈশবের দিন রাতে              হিম ঝরা খুব শীতে
            বাবা মার বিপুল স্নেহ ছায়া ,
যৌবন যখন আসে              মনের মানুষ পাশে
            উছলে ওঠে কি বিপুল মায়া ।
সংসারে দায়িত্ব বোধ           ব্যর্থ চেষ্টা ঋণ শোধ
            কর্তব্য করা বাবা-মার প্রতি ,
ঈশ্বর প্রতিভূ ওঁরা                চির সত্য পরম্পরা
            সদা সর্বদা জানানো প্রণতি ।
শান্তির দেশে যাওয়া            কি হ'ল শেষ পাওয়া
            হিসাব নিকাশ কি করা যায় ,
ভাঁড়ারটা পূর্ণ কিসে             ভালোবাসা নাকি বিষে
            নিজের বলে তো কিছুই নাই ।
শেষ বেলা হরি নাম          সামগান ও কোরান
            সুগম হয় কি যাত্রার পথ !
দিন রাত ছোটাছুটি             বিধাতার এ ভ্রূকুটি
            সম্মুখে হাজির মানসরথ ।
কাজের কি শেষ আছে       দোষ ত্রুটি কার কাছে
            চির বিদায়ে মনে কিনা পড়ে ,
প্রভাতে যে ফুল ফোটে        যার টানে অলি ছোটে
            দিনশেষে সে ফুলও তো ঝ'রে ॥

                         ••••••••×××ו••••••