ক্ষুদ্র এ জীবনটাকে---
বাইতে চাওয়া সঠিক পথে ,
মাঝি মাল্লাই হয় দিশারী -
দিল দরিয়ার উজান স্রোতে ।

সঠিক পথের দিশার খোঁজে---
অনুসন্ধিৎসু আমার মন ,
দুস্থজনের কষ্ট হেরি---
হৃদ্ মাঝারটি উচাটন ।

পেলেম বুঝি অনেক কিছু---
পরিতৃপ্তি অন্তরেতে ,
ভর্তি ঝোলা খুলেই দেখি---
অন্তঃসার শূণ্য তাতে---!!!

আপন বলেই লড়বে লড়াই---
কি সব্বোনাশ--!!!কিসের তরে--???
পূর্ণ হস্তে বাঁচার বড়াই
মরছে মানুষ অহংকারে---!!!

চলার পথে চাই---পিছু একবার---
কৃতকর্ম যা...ফলাফল তার ,
কিছু রহিল কি বাকি--কর্ম করিবার---
সম্পন্নে  নিষ্ঠা ,আসিব না বারংবার ।

কার্য হোক যথাযথ ,তা না হয় মলিন ,
যে কটা দিন আছো এ মায়াবী ভবে---
নিথর দেহ একদিন হবে পঞ্চভূতে লীন
কুকর্ম ছাড়ি সুকর্ম করো ,সূধী সবে ।

শূণ্যহাতেই আসা এ ভবে---
শূণ্যহাতেই ফেরা ,
পার্থিব সব পড়েই রবে---
তবে কেন আমার আমার করা---!!!